Home > বিনোদন > ইন্টারনেটে তোলপাড়: ‘নতুন প্রো’ কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া

ইন্টারনেটে তোলপাড়: ‘নতুন প্রো’ কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া

একটি প্রশ্নকে ঘিরে দেশের ইন্টারনেট জগতে তোলপাড় চলছে, আর তা হলো- ‘কে এই নতুন প্রো’? এই আলোচনায় যোগ দিচ্ছেন দেশের শীর্ষ ইনফ্লুয়েন্সাররাও এবং শোনা যাচ্ছে নানা গুঞ্জন। সোশ্যাল মিডিয়ার নামকরা তারকারা সহ, পরিচিত অনেকেই #প্রোচ্যালেঞ্জ (#ProChallenge), #নিউপ্রো(#NewPro) ইত্যাদি হ্যাশট্যাগ ব্যবহার করায় এ বিষয়ে রহস্য দ্রুতই সর্বত্র ছড়িয়ে পড়েছে। এমনকি তাদের ফ্যান-ফলোয়াররাও আগ্রহভরে চেষ্টা করছেন- এই ‘নতুন প্রো’ এর এই ধাঁধার সুরাহা করতে।

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব তারকারা, যেমন- নুসরাত জাহান অন্তরা, রাকিব হোসেন, রাফসান দ্য ছোটোভাই, স্যামজোন, এসপি ক্রিয়েশন এবং আরও অনেকে এই রহস্যকে ভিন্নমাত্রায় উসকে দিচ্ছেন। আসলে ‘নতুন প্রো’ নিয়ে এই হাইপটা শুরু হয়- মালয়েশিয়া থেকে রাফসান দ্য ছোটোভাই এর একটা ভিডিও শেয়ারের মাধ্যমে, যেখানে অদ্ভুত কেউ একজন রাফসানকে একটি ইলেকট্রিক কার্ডে বার্তা দিয়ে চ্যালেঞ্জ জানায়- রাফসান এখনো প্রো হতে পারেনি। রাফসান পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়- তাহলে নতুন প্রো কে? এরপর হতেই ‘নতুন প্রো’ টপিকটা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কথা হচ্ছে।

এদিকে নুসরাত জাহান অন্তরাও ‘প্রো’ টপিক নিয়ে ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, তার মেকাপ রুমের বাইরে অজ্ঞাত একটি পার্সেল পাওয়া যায়। যার ভেতরে একটি কার্ডে কিছু লেখায় নুসরাতের ‘প্রো’ হওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। জনপ্রিয় টেক ভ্লগার স্যামজোনকেও তার অফিসে একই ধরনের চ্যালেঞ্জ পাঠানো হয়। তারও এখন প্রশ্ন- তাহলে নতুন প্রো টা কে?

আরেক আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এসপি ক্রিয়েশন একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, এসপি ক্রিয়েশন’কে একটি রহস্যময় চিঠি দেওয়া হয়। কেউ একজন তাদের ঘরের বাইরে এই চিঠি রেখে যায়। এরপর কিছু কাগজের মাধ্যমে এসপি ক্রিয়েশন যে ‘প্রো’ নয় সেটি বলা হয় এবং দেওয়া হয় চ্যালেঞ্জ। আরেক কনটেন্ট ক্রিয়েটর রাকিব হোসেনকেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে।

এসব ঘটনা যখন ঘটছে তখন ‘প্রো’ টপিক নিয়ে অপো বাংলাদেশ তাদের অফিসিয়াল পেজ থেকে একটি চ্যালেঞ্জ ছুঁড়েছে—“আপনিও কি প্রো?” সেখানে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ।

তাই বলা চলে- বিস্তারিত কোনো কিছু জানা না গেলেও, ভিন্ন কিছু ঘটছে এই ‘প্রো’ থিমটাকে ঘিরে। এটা কী টেক দুনিয়ার নতুন কোনো অভিনব উদ্ভাবন? নাকি অন্য কিছু? অথবা এমনও তো হতে পারে অপো এ প্রো সিরিজ এর কোনো নতুন ফোন আসছে? সময় যতো গড়াবে ততই পরিষ্কার হবে নানা ইঙ্গিতগুলো।
সুতরাং একটি বিষয় নিশ্চিত, নতুন বড় কিছুই ঘটতে চলেছে, যা সবার ভাবনারও বাইরে। নতুন এই রহস্যের জট খুলতে আপনার চোখ-কান খোলা রাখুন এবং অপেক্ষা করুন।