Home > জাতীয় > ১০ লাখ পাঠকের ঘরে দেশের জনপ্রিয় পোর্টাল সূর্যদিগন্ত

১০ লাখ পাঠকের ঘরে দেশের জনপ্রিয় পোর্টাল সূর্যদিগন্ত

১০ লাখ পাঠকের ঘরে পা দিয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সূর্যদিগন্ত.কম।

রোববার সূর্যদিগন্তের ফেসবুকের মেইন পেইজে পাঠকের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, সূর্যদিগন্তের পাঠক সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ১ হাজার ৩১ জনে।

সূর্যদিগন্তের এ সফলতায় শুভেচ্ছা জানিয়েছেন দেশের অনেক গণমাধ্যমকর্মী।

দেশের শীর্ষ নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সিনিয়র সাব-এডিটর মশিউর রহমান বলেন, ১০ লাখ পাঠক মানে সূর্যদিগন্তের জন্য নতুন এক মাইলফলকের সূচনা। আর এর মধ্য দিয়ে অনলাইন সংবাদে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করছি।

ইংরেজি দৈনিক দ্য বিজনেস পোস্টের সিনিয়র সাব-এডিটর কাজী মাহবুবুর রহমান বলেন, সূর্যদিগন্তের জন্য শুভকামনা। তারা আরও উত্তরোত্তর উন্নতি করুক সেই প্রত্যাশা করি। আর সঠিক সংবাদ দিয়ে পাঠকের আস্থা ধরে রাখুক।

কৃতজ্ঞতা প্রকাশ করে সূর্যদিগন্তের প্রকাশক আরমান হোসাইন শারদ জানান, সকল পাঠকদের ভালবাসায় ও সহযোগিতায় সূর্যদিগন্তের এই পথচলা। আজ সূর্যদিগন্ত যে পাঠক পেয়েছে তা সকলের পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে।

নিউজের মধ্য দিয়ে সবসময় পাঠকের বিশ্বস্ততা ও গুণগত মান ধরে রাখার বিষয়ে আশা প্রকাশ করেন আরমান হোসাইন।

প্রসঙ্গত, ২০১৯ সালে একদল তরুণ ও উদ্যমী মানুষদের নিয়ে যাত্রা শুরু করে সূর্যদিগন্ত.কম। করোনা কালসহ নানা চড়াই-উৎরাই পার করে প্রতিষ্ঠানটি আজ এই অবস্থায় দাঁড়িয়েছে।

ফেসবুক পেজ ও গ্রুপ মিলিয়ে বর্তমানে ২০ লাখের উপরে ফ্যান রয়েছে সূর্যদিগন্তের।