Home > জাতীয় > উল্টো রাস্তায় ঢাবির বাস, ধাক্কাতে পথচারী নিহত

উল্টো রাস্তায় ঢাবির বাস, ধাক্কাতে পথচারী নিহত

উল্টো রাস্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের “ক্ষণিকা” বাসের ধাক্কায় মোহাম্মদ আল-আমিন টুটুল (২৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত টুটুল বিজয় সরণির আওলাদ হোসেন মার্কেটে অবস্থিত সিএসএল নামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি কর্মরত ছিলেন। এ ঘটনায় বাসের চালক বজলুর রহমানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ফার্মগেট বিজয় সরণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বাসটির ধাক্কায় মোহাম্মদ আলামিন পায়ে ও মাথায় আঘাত পান। কয়েক হাসপাতাল ঘুরে মালিবাগ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।

ঢাবি ক্ষণিকা বাস কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাকিব হাসান বলেন, বিআরটিসির ঢাকা মেট্রো-ব ১৫-৬২০৩ নম্বরের দ্বিতল বাসটি ভাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করত। বৃহস্পতিবার বিকেল পাঁচটা বাসটি বিশ্ববিদ্যালয়ের কার্জন হল-টিএসসি-শাহবাগ-ইস্কাটন-মগবাজার ফ্লাইওভার-কাওরানবাজার-ফার্মগেট-বিজয় সরণি-পিএম অফিসের সামনের রুট ব্যবহার করছিল। অন্যান্য দিন এই রুটের বাসগুলো সাধারণত ৪০ মিনিটে মহাখালী পৌঁছে যায়। তবে অতিরিক্ত জ্যামের কারণে বৃহস্পতিবার ফার্মগেট আসতেই ৫০ মিনিটের মতো লেগে যায়। এ কারণে ফার্মগেট পর্যন্ত আসার পরে ড্রাইভার উল্টো পথে যেতে শুরু করে এবং প্রধানমন্ত্রীর অফিসের সামনের সড়কে ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।

এদিকে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের দাবি বলেন, বাসটি ফার্মগেট থেকে উল্টো পথে বিজয় সরণির দিকে এগোচ্ছিল। চালককে সতর্ক করা হলেও তিনি কারো কথা আমলে নেননি।

তেজগাঁও থানার ডিউটি অফিসার ও সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের আত্মীয়রা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।