Home > ধর্ম > নবী ও ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি

নবী ও ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি

চরমোনাইর পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ আল্লাহ, নবী ও ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন ।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ দাবি জানান। গত রোববার ভোলার বোরহানউদ্দিনে পুলিশের গুলিতে হতাহতের প্রতিবাদে এ সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন যুব আন্দোলনের মহানগর দক্ষিণের সভাপতি মানসুর আহমদ সাকী। বক্তব্য দেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দীন প্রমুখ।

সমাবেশে ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হন। এ সময় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ইউনুস আহমাদ বলেন, ভোলায় ‘তৌহিদী জনতা’র ওপর গুলিবর্ষণকারীদের বিচার না হলে বিচারহীন হত্যাকাণ্ড চলতেই থাকবে। হতাহতদের ক্ষতিপূরণ দেওয়া এবং স্থানীয়দের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।