Home > বিনোদন > আপনার বাচ্চা মেয়েটার জন্য অনেক খারাপ লাগছে: জায়েদ খান

আপনার বাচ্চা মেয়েটার জন্য অনেক খারাপ লাগছে: জায়েদ খান

মাত্র ৫৩ বছর বয়সে নিভে গেল ইত্যাদির মঞ্চ থেকে উঠে আসা শিল্পী আকবরের জীবন প্রদীপ। এদিকে বাবাকে হারিয়ে আকবরের একমাত্র ছোট কন্যা অথৈর মেয়েটির আহাজারি যেন থাকছেই না। ‘আব্বু আমার কপালে চুমু দিয়ে বলে, এটাই শেষ দিয়ে গেলাম। আর কোনোদিন দেব না। আমি মনে হয় বাঁচব না। তোদের রাস্তায় ভাসিয়ে দিয়ে গেলাম। আমাকে মাফ করে দিস।’ কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আকবরের একমাত্র কন্যা।

চিত্রনায়ক জায়েদ খান তার সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, মৃত্যু নিশ্চিত। গায়ক আকবর ভাই অনেক চেষ্টা করেছেন বেঁচে থাকার জন্য,কিন্তু আল্লাহ তায়ালা সব কিছুই নির্ধারণ করে রেখেছেন।আপনার বাচ্চা মেয়েটার জন্য অনেক খারাপ লাগছে।আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।

উল্লেখ্য, দুই বছর ধরে ডায়াবেটিস, জন্ডিস, কিডনি, রক্তের প্রদাহসহ আরও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আকবর। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় তার শরীরে পানি জমে ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায়।শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ নভেম্বর দুপুরে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি করা হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় ৯ নভেম্বর ভোরে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সেখান থেকে আর ফিরতে পারলেন না এই গায়ক।

এর আগে বিগত দেড় যুগ আগে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে তুমুল হইচই ফেলে দেন তখনকার পেশায় রিকশাচালক আকবর। তবে সেই গান বদলে দেয় তার জীবন। রাস্তায় রিকশায় প্যাডেল মারা ছেড়ে গানে মনোনিবেশ করেন তিনি। এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামে ইত্যাদির জন্য মৌলিক গান করেন তিনি। এটিও পায় ব্যাপক জনপ্রিয়তা। সেই থেকে নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি দেশে-বিদেশের মঞ্চেও নিয়মিত গাইতে থাকেন আকবর।