Home > বিনোদন > নিউইয়র্কে ৪টি বাড়ি কিনলেন মারুফ

নিউইয়র্কে ৪টি বাড়ি কিনলেন মারুফ

ইতিহাস’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক কাজী মারুফ। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করছেন। সেখানে তার চারটি বাড়ি রয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন তিনি।

এ নিয়ে মারুফ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। চারটি বাড়ির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ চারটি বাড়ি নিউইয়র্কে।’

বিশেষ দ্রষ্টব্যে মারুফ আরও যুক্ত করেন, ‘বাংলাদেশের টাকায় বাড়ি কিনিনি। এখানে কষ্ট করে বাড়ি কিনেছি। আমি সবসময় দেশে রেমিট্যান্স পাঠাই। দেশে কিছুই নেই আমার যে, দেশ থেকে টাকা নিয়ে আসব।’

জানা যায় মারুফ বর্তমানে ‘গ্রিন কার্ড’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন। এটি তার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

প্রসঙ্গত, কাজী মারুফ চলচ্চিত্র জীবন শুরু করেন ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০২ সালে। প্রথম সিনেমায় অভিনয় করেই তার হাতে ওঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।