Home > জাতীয় > ২২ ফেব্রুয়ারির পর থেকে থাকছেনা বিধিনিষেধ

২২ ফেব্রুয়ারির পর থেকে থাকছেনা বিধিনিষেধ

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে চলমান বিধিনিষেধ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি পর থেকে আর থাকছেনা। রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কথা জানান তিনি।

সচিব জানান, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে সরকার ১ কোটি গণটিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ১ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।