Home > বিনোদন > সারাজীবন ভালো কাজের পক্ষে ছিলাম, আগামীতেও থাকবঃ ইলিয়াস কাঞ্চন

সারাজীবন ভালো কাজের পক্ষে ছিলাম, আগামীতেও থাকবঃ ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচিত হওয়া ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম রূপকার। ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোছনা’র নায়ক তিনি। তাকে ঘিরে ছিল বেশি প্রত্যাশা। সেই প্রত্যাশা ভোটাররা পূরণ করেছেন। জয়ের পর তিনি বলেন, ‘এই জয় ভালোবাসার জয়। এই জয় শিল্পীর প্রতি শিল্পীর দায়ভারের। সকল শিল্পীর প্রতি আমার ভালোবাসা। আমার নতুন করে চাওয়া-পাওয়ার কিছু নেই। এখন একটাই চাওয়া চলচ্চিত্র শিল্পের জন্য কিছু করতে চাই। শিল্পীদের জন্য কিছু করতে চাই। সব মিলিয়ে আমাদের সিনেমার জন্য কাজ করতে চাই। সারাজীবন ভালো কাজের পক্ষে ছিলাম। আগামীতেও থাকব।’

সহসভাপতি পদে জয়ী হয়েছেন নায়ক রুবেল ও খলনায়ক ডিপজল। দু’জনে হারিয়েছেন নায়ক রিয়াজ ও ডিএ তায়েবকে। অ্যাকশন সিনেমার নায়ক রুবেল বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া। চলচ্চিত্র আমাকে সবার কাছ থেকে ভালোবাসা দিয়েছে, সেই চলচ্চিত্র শিল্পীদের পাশে সারাজীবন থাকতে চাই। এটাই আমার প্রত্যাশা।’

সাংগঠনিক পদে জয় লাভ করেছেন নায়িকা শাহানুর। তিনি জহির রায়হানের লেখা ‘হাজার বছর ধরে’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তিনি বলেন, ‘জয় নিয়ে আত্মবিশ্বাস ছিল। শিল্পীদের প্রতি ঋণী হয়ে থাকব। পুরো প্যানেল জয় লাভ করলে আরও ভালো লাগত। কৃতজ্ঞ সবার কাছে।’