Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৯০৬

করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৯০৬

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১০ হাজার ৯০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২২৩ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৭ জনের। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনের। গতকাল শনাক্ত হয়েছিল ৯ হাজার ৬১৪ জন।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩৪ হাজার ৮৫৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম রোগীর মৃত্যু হয়।