Home > অন্যান্য > দুধ দিয়ে ইউপি ভবন ধুলেন চেয়ারম্যান

দুধ দিয়ে ইউপি ভবন ধুলেন চেয়ারম্যান

নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করে ইউনিয়ন পরিষদ ভবন দুধ দিয়ে ধুয়ে দিয়েছে নবনির্বাচিত একজন চেয়ারম্যানের কর্মী-সমর্থকরা। পাবনার চাটমোহর উপজেলার গুনাইঘাছা ইউনিয়নে গতকাল এ ঘটনা ঘটে। লোকজন ঘটনাটি দেখতে ভিড় করে। এ বিষয়ে চেয়ারম্যান রজব আলী বাবলু গণমাধ্যমকে বলেন, ‘এই পরিষদে আগে অনেক অসামাজিক কার্যক্রম পরিচালিত হতো। তাই পরিষদকে পবিত্র করতে আমার কর্মী-সমর্থকদের পানি দিয়ে ধুয়ে দিতে বলেছিলাম। তারা উৎসাহী হয়ে আনন্দ করে দুধ ও গোলাপজল দিয়ে ধুয়ে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আজ সকালে প্রথম পরিষদে যাওয়ার আগে আমি সেখানে কারি দিয়ে মিলাদ পড়িয়ে আল্লাহর নাম নিয়ে পরিষদের প্রথম কর্মদিবস শুরু করেছি। যেহেতু আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি মুসলমান, তাই পরিষদকে পবিত্র করে নতুনভাবে শুরু করেছি।’

এলাকাবাসী বলছেন, চেয়ারম্যানের এমন কাজ বেশ ভালো লেগেছে। বিগত সময় এই ধরনের কাজ কোন চেয়ারম্যান করে নি। উনি নামাজ-কালাম পড়েন। আশা করি উনি ইউনিয়নবাসীর সুখ-দুঃখ বুঝবেন।