Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > মাস্ক না পড়ায় ৭ জনকে ৭ হাজার টাকা জরিমানা

মাস্ক না পড়ায় ৭ জনকে ৭ হাজার টাকা জরিমানা

রাজশাহীর গোদাগাড়ীতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

গত রবিবার বিকাল ৪ থেকে উপজেলা মহিশালবাড়ি রেলবাজার ও শহীদ ফিরোজ চত্বর বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এ সময় মাস্ক না পরা, মাস্ক ঝুলিয়ে রাখা, পকেটের রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ আইনে এমন ৭ জনের কাছ থেকে মোট ৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এক জনকে পাঁচ হাজার, তিন জনকে পাঁচ শত করে, দুই জনকে দুই শত করে মোট ৭ হাজার ১শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এ সময় ৬৫ জন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মানার জন্যে বিভিন্ন গণ পরিবহনে সতর্ক করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।