Home > ধর্ম > উমরাহ পালনে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ

উমরাহ পালনে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ

করোনাভাইরাস জেঁকে বসায় সৌদি আরব আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো এ বছর হজ অনুষ্ঠান সীমিত অথবা বাতিল করতে পারে।

এ বছর জুলাইয়ের শেষ দিকে ধর্মীয় রীতি অনুযায়ী নির্ধারিত বার্ষিক বৃহত্তম সমাবেশ হজ অনুষ্ঠিত হবে কি না এ বিষয় বহু বিলম্বিত সিদ্ধান্ত জানানোর জন্য মুসলিম দেশগুলো সৌদি আরবকে চাপ দিচ্ছে।

রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির মধ্যে সৌদি আরব যখন এ ধরনের সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে তখন বিশ্বের সবচেয়ে বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতির সময় ফুরিয়ে যাচ্ছে।

তাই এবার সীমিত আকারে হজ পালন করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। তবে এর আগেই অনেকে সেরে ফেলবেন উমরাহ হজ। পবিত্র মক্কায় উমরাহ পালনকে কেন্দ্র করে নতুন করে ভাইরাসের সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে যাচ্ছে মক্কার মসজিদ কর্তৃপক্ষ।

আল-আরাবিয়ার বরাতে জানা যায়, উমরাহ চলাকালীন কাবা প্রাঙ্গণের ধারণ ক্ষমতার ৪০ শতাংশ মানুষ আসতে পারবে। যারা আসবেন তাদের সেখানে প্রবেশ করতে হলে ‘দ্য তাওক্কালনা’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। এতে করে কর্তৃপক্ষের কাছে উমরাহ করতে আসা মানুষের একটি তালিকা থাকবে। সঙ্গে মানুষের ভিড় কমাতেও এই অ্যাপ কাজে দিবে।