হবো হবো করে হচ্ছে না। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বৈঠক হওয়ার কথা ছিল হয়নি। আজ অক্টোবর মাসের দ্বিতীয় দিন চলে গেল, এদিনও বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সভাই হয়নি।
বারবার বলা হচ্ছে, বিপিএলের প্রস্তুতি কাজে এমন নিষ্পৃহতা, নীরবতা আসর শুরুতে বিলম্ব ঘটাতে পারে। এমনকি বিসিবি পরিচালক, বিপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আগের দিনই জানিয়েছেন, কাজে গতি আনতে না পারলে এবং সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করতে না পারলে, সময় মতো আসর শুরু করা কঠিন হবে।
প্রসঙ্গত জানা গেছে, ছয়টি করপোরেট হাউজ বিপিএলে স্পন্সর পার্টনার হতে আগ্রহ প্রকাশ করেছে। জাগো নিউজে আগেই সংবাদ প্রকাশ হয়েছে, কোন ফ্র্যাঞ্চাইজিই এবার আর স্পন্সর পার্টনার হতে আগ্রহ দেখায়নি।
একদম নতুন ছয়টি করপোরেট হাউজ আবেদন করেছে স্পন্সর পার্টনার হতে। আজ সন্ধ্য সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সেই ছয় করপোরেট হাউজের দুটির নাম জানান জালাল ইউনুস।
তার দেয়া তথ্য অনুযায়ী, আখতার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দেশ প্রসিদ্ধ ফার্নিচার, আখতার ফার্নিচার এবং টাইগার আইটিসহ আরও চারটি কর্পোরেট হাউজ স্পন্সর পার্টনার হতে আগ্রহ দেখিয়েছে।
তাদের মধ্য থেকেই আসলে স্পন্সর পার্টনার করা হবে এবং আগামী সপ্তাহে সেই কর্পোরেট হাউজগুলোর সাথে কথাবার্তা চূড়ান্ত করা হবে। তাদের জানিয়ে দেয়া হবে, স্পন্সর পার্টনার হিসেবে তারা এলে তাদের কাজের ক্ষমতার পরিধি কতটা হবে?