Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > মাত্র ৩০ সেকেন্ডেই যেভাবে রুখবেন করোনা, জানালো কোরিয়ান গবেষণা

মাত্র ৩০ সেকেন্ডেই যেভাবে রুখবেন করোনা, জানালো কোরিয়ান গবেষণা

মাত্র ১০ মিলিলিটার মাউথওয়াশ দিয়ে ৩০ সেকেন্ড কুলকুচি করুন৷ তাহলেই করোনার সঙ্গে ল’ড়ার জন্য অনেকটাই প্রস্তুত হতে পারবেন আপনি৷ এই মাউথওয়াশ দিয়ে কুলকুচি করলে লালারসে করোনার জীবাণুর কর্মক্ষমতা অনেকটা কমবে৷ তবে এর জের বজায় থাকবে ২ ঘণ্টা৷

কোরিয়ান ইউনিভার্সিটি অব মেডিসিন জানাচ্ছে, ক্লোহেক্সিডাইন (chlorhexidine mouthwash) মাউথওয়াশ দিয়ে গড়গড়া বা কুলকুচি করলে করোনা সং’ক্র’মণ প্রতিরো’ধ করা সম্ভব৷ ভারতীয় সংস্থা ICPA Health Products Ltd প্রায় ৩৫টি দেশে নিজেদের তৈরি মাল সরবরাহ করে, তারাই উৎপাদন করে ক্লোহেক্সিডাইন মাউথওয়াশ৷

গবেষণায় জানানো হয়েছে যে, লালার মাধ্যমে জীবাণু ছড়ানো রো’ধ করে এই মাউথওয়াশ৷ একবার ব্যবহারের পর ২ থেকে ৪ ঘণ্টা কিছুটা নি’শ্চিত থাকা যায়৷ তাই হাসপাতালে বা সাম্প্রদায়িক সং’ক্র’মণ রু’খতে এর জুড়ি মেলা ভার৷ জানানো হয়েছে,  SARS-CoV-2-জীবাণুর উপস্থিতি মা’রা’ত্মকভাবে পাওয়া গেছে লালায়৷ তাই অন্যের সঙ্গে কথা বলার ক্ষেত্রে এটা ছড়িয়ে পড়ে ব্যা’পক হারে৷ তাই সাম্প্রদায়িক বা হাসপাতালে যাতে এই জীবাণু না ছড়ায় তার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ মাস্ক ছাড়া বাইরে বের হতে নিষে’ধ করা হয়েছে৷ তবে এই তরল পদার্থ দিয়ে মুখে কুলকুচি করলে করোনা ছড়ানোর ভ’য় সাময়িকভাবে অনেকটা কমবে বলে মত গবেষকদের৷