Home > জাতীয় > মন্ত্রণালয়ের নির্দেশে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

মন্ত্রণালয়ের নির্দেশে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঘুর্ণিঝড় আম্পানের কারণে সার্বক্ষণিক শিক্ষা-প্রতিষ্ঠান খোলা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠান প্রধানকে চাবিসহ কর্মস্থলে সর্বদা থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিশ্চিত করেছেন বিষয়টি।

তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতির প্রভাব থেকে রেহাই পেতে উপকূলবর্তী জেলার বাসিন্দাদের আশ্রয়ের জন্য এ বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা হয়েছে। এগুলোকে আশ্রায়ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে সার্বক্ষণিক খােলা রাখার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া প্রধানকে চাবিসহ সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া জরুরি প্রয়োজনে যােগাযােগের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বাের্ডে কন্ট্রোলরুম রাখার জন্যও বলা হয়েছে।