Home > আবহাওয়া > ঘূর্ণিঝড় আম্পান: ১০ জেলা তলিয়ে যাবে ১৫ ফুট জলোচ্ছ্বাসে, বাতাসের গতি ২২০ কিলোমিটার

ঘূর্ণিঝড় আম্পান: ১০ জেলা তলিয়ে যাবে ১৫ ফুট জলোচ্ছ্বাসে, বাতাসের গতি ২২০ কিলোমিটার

খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ বাংলাদেশের ১০ উপকূলীয় জেলা ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২০ মে) বিকেলে এ তথ্য জানানো হয়। বিকেল সাড়ে চারটায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদসংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদসংকেত জারি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে ,আজ সন্ধ্যা নাগাদ আম্ফান সুন্দরবন অতিক্রম করা শুরু করবে। আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, ঝড়ের কেন্দ্রে বাতাসের গতি ২২০ থেকে ২২৫ কিলোমিটার। এই গতিতেই ঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত করবে।