Home > আবহাওয়া > বুলবুলের গতিপথ অনুসরণ করে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

বুলবুলের গতিপথ অনুসরণ করে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

করোনাভাইরাস মহামারির মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে বলে আভাস দিয়েছে বিশেষজ্ঞরা। এমন অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি শনিবার (১৬ মে) রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৫৫ কি. মি. দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৯০ কি. মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৯০ কি. মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৭০ কি. মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। যা আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। রাতে আবহাওয়ার এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।