Home > অন্যান্য > তৈরি হচ্ছে ১০ লাখ করোনার টিকা, আগামী সপ্তাহে মানবদেহে প্রয়োগ

তৈরি হচ্ছে ১০ লাখ করোনার টিকা, আগামী সপ্তাহে মানবদেহে প্রয়োগ

প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা আগামী সপ্তাহেই মানবদেহে প্রয়োগ করবে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সেপ্টেম্বরে করোনাভাইরাসের টিকা বাজারে ছাড়ার ঘোষণা দিলেও এর আগেই পরীক্ষামূলকভাবে এটি প্রয়োগ করা হবে। যাদের দেহে এই টিকা প্রয়োগ করা হবে তাদেরকেও প্রস্তুত রাখা হয়েছে।

এ পরীক্ষায় যদি ভালো ফল আসে তাহলে প্রাথমিকভাবে সেগুলো বাজারে ছাড়া হবে। পরীক্ষার আগেই ঝুঁকি নিয়ে এই টিকার তিন লিটারের ডোজ তৈরি করে রাখা হচ্ছে।

করোনাভাইরাসের এই টিকাটি সফল হওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা ৮০ শতাংশ আশাবাদী। সে কারণে সেপ্টেম্বর পর্যন্ত তারা ১০ লাখ ডোজ উৎপাদন করবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান অধ্যাপক অ্যাড্রিয়ান হিল দ্য ডেইলি মেইলকে এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী সপ্তাহেই আমরা মানবদেহে করোনার টিকা প্রয়োগ করবো। অবশ্য তার আগেই আমরা উৎপাদন শুরু করেছি। প্রথমে আমরা ৩ লিটারের ডোজ তৈরি করব। এরপর ৫০ লিটার, ১০০ লিটার, ২০০ লিটার এমনকী ২০০০ লিটার উৎপাদন করা হবে।