Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > বাসার বাহিরে বের হলেই করোনা রোগীর দাফন ও সেবা করতে হবে

বাসার বাহিরে বের হলেই করোনা রোগীর দাফন ও সেবা করতে হবে

করোনা ভাইরাসের প্রভাবে দেশে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এই করোনার প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য চলছে সাধারণ ছুটি। অথচ অনেকে মানছেনা করোনা সময় করনীয় কি তা। করোনার সময় সবচেয়ে গুরুত্বপূর্র্ণ বিষয় হচ্ছে ঘরে থাকা। আর এই ঘরে রাখতে প্রশাসকে হিমসিম খেতে হচ্ছে নিয়মিত। এবার দেখা গেল সুনামগঞ্জে ভিন্ন পন্থা অবলম্বন করেছে ঘরে রাখতে। সুনামগঞ্জের ছাতকে কারণ ছাড়া বাইরে ঘোরাঘুরি করলেই করোনা আক্রান্ত রোগীর দাফন/সংস্কার বা সেবায় নিয়োজিত করা হবে। বুধবার (১৫ এপ্রিল) ইউওন ছাতক নামে একটি সামাজিক যোগাযোগ ফেসবুকের একটি আইডি থেকে পোস্ট করে এসব কথা বলে জানানো হয়েছে।

সংক্রামকব্যাধি করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে অযথা বাইরে ঘোরাঘুরি বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির। তিনি জানান, মহামারি এই রোগের সংক্রমণ রোধে প্রশাসন সবধরনের প্রস্তুতি নিচ্ছে। সকলের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এটি প্রতিহত করতে হবে।