Home > আবহাওয়া > কালবৈশাখী ঝড় হবে আরও ৩ দিন

কালবৈশাখী ঝড় হবে আরও ৩ দিন

(১৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে বাংলার নতুন মাস বৈশাখ। এর পরদিন বুধবার (১৫ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হচ্ছে। একই সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে।

এর আগে আবহাওয়া অফিসও জানিয়ে আসছিল, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই বৈশাখের শুরুতে ঝড়সহ বজ্রবৃষ্টির প্রবণতা রয়েছে। আগামী আরও কয়েকদিন বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এতে গরম কমে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে।