Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > ভাইরাল ফোনালাপ প্রসঙ্গে মনসুর বললেন ‘আই ডোন্ট নো’

ভাইরাল ফোনালাপ প্রসঙ্গে মনসুর বললেন ‘আই ডোন্ট নো’

মৌলভীবাজার-২ আসনের (কুলাউড়া) সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরের সঙ্গে এক ব্যক্তির কথিত ফোনালাপের রেকর্ড ভাইরাল হয়েছে। গত সোমবার বিকেল থেকে বিভিন্ন জনের ফেইসবুকে সুলতান মনসুরের সঙ্গে এলাকার ভোটার দাবি করা একজনের ফোনালাপের রেকর্ড ভাইরাল হয়। এই অডিও রেকর্ডে শোনা যায়, সুলতান মনসুরের কাছে চলমান করোনা সংকটে সাহায্য চেয়ে ফোনে যোগাযোগ করেন কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবী এলাকায় একজন (তার নাম জানা যায়নি)। এই বিষয়ে যোগাযোগ করা হলে সুলতান মনসুর বলেন, ‘আমি কিচ্ছু জানি না। এসব শুনিওনা, দেখিওনা।’ কোনো ভোটারের সঙ্গে বা এলাকার কারও সঙ্গে কথা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি ‘আই ডোন্ট নো’ বলে ফোনের লাইন কেটে দেন।

ভাইরাল সে ফোনালাপ

প্রতাবী থেকে বলতেছি।

মনসুর: প্রতাবীতো একটা জায়গার নাম।

পূর্ব প্রতাবী হাজি ফুরকান আলীর বাড়ির পাশ থেকে।

মনসুর: নাম কউ নাম কউ নিজের নাম কউ।

বলছিলাম আপনি এলাকায় নাই নাকি?

মনসুর: আমি আছি যেনো থাকার সেখানে। কেনো কিতা হইছে?

না বলছিলাম বর্তমান পরিস্থিতে আপনাকে এলাকায় দেখা যাচ্ছে না।

মনসুর: তোমাদের ঘরে গিয়ে আমি কি ঘরে গিয়ে রান্না করে দেব নাকি?

না বলছিলাম কুলাউড়া আসবেন না নাকি?

মনসুর: কেন আসব না? প্রয়োজনে যাব। ঘর থেকে বের হবে না; শুনোনাই ডাক্তারের কথা?

শুনছি কিন্তু বর্তমান পরিস্থিতে আমাদের দিকে একটু খেয়াল রাখতা।

মনসুর: প্রতি ওয়ার্ডে সাহায্য যাচ্ছে।

মেম্বার চেয়ারম্যানরা দিচ্ছেন।

মনসুর: মেম্বার চেয়ারম্যানরা দিচ্ছেন তা কি মক্কা শরিফ থেকে এসেছে নাকি? না তাদের বাবার ঘর থেকে দিচ্ছে ? নাকি তোমার বাবার ঘর থেকে?

তারাতো তাদের তহবিল থেকে দিচ্ছে।

মনসুর: তাদের তহবিল কিসের? এটা আমাদের তহবিল। তাদের তহবিল নাই।

না বলছিলাম সব মানুষ নানা কথা বলছেন।

মনসুর: কি বলতেছে?

না বলতেছে আমাদের এমপি সাহেবকে দেখছি না ভোট দিলাম।

মনসুর: এমপি সাহেব নাই! তারা আমার বোন বিয়ে করবে? নাকি আমি তাদের বোন বিয়ে করব?

না অনেক মানুষে বলতেছে উনি আসেন না।

মনসুর: ফালতু মানুষেরতো আর কো কাজ নাই। আমি কি বিয়ে করতে যাব? এই সব আলাপ আমার সাথে করবা না। যার যার কাজ নিজে নিজে করবে। মেম্বারে কি বাবার ঘর থেকে দিচ্ছে? বা যারা দিচ্ছে চেয়ারম্যানরা।

জ্বি হয়, গরিবদের কিছু দেন।

মনসুর: তুমি গরিবনি?

জ্বি হয় গরিব, কাম কাজ নাই… (অস্পষ্ট)।

মনসুর: (অস্পষ্ট)… গলাউ কলশি দিয়ে ভুকশিমুলে গিয়ে হাওরে ডুব দেও। কিছুটা (অস্পষ্ট)… তোমার মা-বাবা জন্ম দেননি?

জ্বি, দিছইন।

মনসুর: তোমার মা-বাবাকে খাওয়াতে বলো। মা-বাবা জন্ম দিছেন মা-বাবা খাওয়াবেন নাকি শেখ হাসিনা খাওয়াবে?

জ্বি, চেয়ারম্যান, মন্ত্রী-এমপি আমরা বানাইছি।

মনসুর: হয়, তাই বলে তোমার ঘরে গিয়ে রান্না করে দেবে? (অস্পষ্ট)… রাখো রাখো টাউট-বাটপার সবটি। রাখো রাখো। সূত্র: দেশরুপান্তর।