Home > আন্তর্জাতিক > মসজিদে যেতে মানা করা হয়নি, আমাদের ঘরকেই মসজিদ বানাতে বলা হয়েছে

মসজিদে যেতে মানা করা হয়নি, আমাদের ঘরকেই মসজিদ বানাতে বলা হয়েছে

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতেও। দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের মসজিদগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকেও দেশটিতে বসবাসরত মুসুল্লিদের মসজিদে না গিয়ে ঘরেই নামাজ আদায় করার আহ্বান জানানো হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন ভারতীয় দলের সাবেক তারকা ইরফান পাঠান।

মসজিদে যেতে নিষেধ করা হয়েছে এটা না ভেবে প্রতিটি ঘরকে মসজিদ বানাতে বলা হয়েছে এমনটি ভাবতে বলেছেন তিনি। নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ইরফান।

তিনি বলেন, ‘এমনটা ভেবো না যে, মসজিদে যেতে মানা করা হয়েছে। বরং এটা ভাবুন যে, আমাদের ঘরকেই মসজিদ বানাতে বলা হয়েছে। আমাদের মতোই আমাদের ঘরও এখন গুনাহগার হয়ে গেছে। আসুন নিজের ঘরকে আগে পরিশুদ্ধ করি। কিছুদিন আমরা ঘরেই নামাজ পড়ি।’