Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > গাজীপুরে তিনদিনেও পরীক্ষা হয়নি আইসোলেশন রোগীর

গাজীপুরে তিনদিনেও পরীক্ষা হয়নি আইসোলেশন রোগীর

দুই দফা চিঠি দিয়েও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা এক রোগীর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করানো যায়নি। এতে করে হাসপাতালের চিকিৎসকেরা চিন্তত হয়ে পড়েছেন।

সম্প্রতি এ হাসপাতালে ১০ বেডের একটি আইসোলেশন ইউনিট স্থাপন করা হলে এ ব্যক্তি সর্দি-ঠান্ডা, হাঁচি-কাশি, জ্বর ও গলা ব্যথ্যা নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, এরইমধ্যে ঢাকার আইইডিসিআরে দুই দফা চিঠি দেয়া হয়েছে “এ ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য । কিন্তু এখনও তারা নমুনা সংগ্রহ করতে আসেনি। এ কারণে আমরা টেনশনে আছি। ” এ ইউনিটে একমাত্র রোগী ওই ব্যক্তির প্রয়োজনীয় পরিচর্যা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. খলিলুর রহমান বলেন, তাদের হাপাতালে এখন তিনটি অ্যাম্বুলেন্স সবসময় স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এর মধ্যে একটি করোনাভাইরাস লক্ষণ আছে- এমন রোগীদের আনা নেয়ার জন্য, আর বাকিগুলা সাধারণ রোগী ও চিকিৎসকদের জন্য।