Home > 'কোভিড-১৯' সর্বশেষ আপডেট > করোনাঃ হাত ধোয়া ছাড়া গ্রামে প্রবেশ নিষেধ!

করোনাঃ হাত ধোয়া ছাড়া গ্রামে প্রবেশ নিষেধ!

করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে দিনদিন মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ১৬ হাজার মানুষের। এরইমধ্যে আ’ক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জন ছাড়িয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন। ইতোমধ্যে এই ভাইরাসে বাংলাদেশে তিনজনের মৃ’ত্যু হয়েছে। আ’ক্রান্ত হয়েছে ৩৩ জন।

এমতাবস্তায়, রংপুরের দামোদরপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাধ্যতামূলক হাত ধোয়ার উদ্যোগ নেয়া হয়েছে। হাত ধোয়া ছাড়া গ্রামে বাইরে হতে আসা কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নগরীর ১৩নং ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামে এ চিত্র দেখা গেছে। গ্রামের প্রবেশমুখে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে, যাতে হাত না ধুয়ে কেউ প্রবেশ করতে না পারে।

এ ব্যাপারে সাতঘরিয়া নবীন সংঘের পরিচালক ইঞ্জিনিয়ার এম.এ. এইচ সাবু বলেন, শহরে-গ্রামে সবখানে বৈশ্বিক এই মহামারি রোধে সরকারের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় গ্রামের লোকজনকেও বার বার হাত ধোয়ার জন্য সচেতন করা হচ্ছে।