Home > অন্যান্য > মুহূর্তেই চোখে-মুখে এসে পড়ে প্রস্রাব!

মুহূর্তেই চোখে-মুখে এসে পড়ে প্রস্রাব!

বসে আছেন ট্রেনের নারী কামরায়। কিন্তু হঠাতই চোখে-মুখে এসে পড়ে প্রস্রাব! এমন ঘটনা ঘটলো ভারতের পার্ক সার্কাসে। সোমবার (৯ মার্চ) রাতে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনে প্লাস্টিকের প্যাকেট ভর্তি প্রস্রাব এসে পড়েছিল এক নারী সাংবাদিকের গায়ে। নাম তার অদিতি দে। দেশটির সোনারপুরের বাসিন্দা তিনি। তার অভিযোগ, শুধু প্রস্রাব নয়, ঢিলও ছোড়া হয়।

তবে অল্পের জন্য তার আঘাত থেকে বেঁচে যান তিনি। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অদিতি। সেই সঙ্গে তার প্রশ্ন, ‘ইট-পাটকেল বা প্রস্রাবের বদলে যদি অ্যাসিড ছোড়া হতো, তা হলে কী হতো?’ অদিতি বলেন, ‘স্টেশন ছেড়ে ট্রেন কিছুটা গতি নিতেই, পার্ক সার্কাসের কবরস্থান পাশের বস্তি থেকে ট্রেনের মহিলা কামরা দিকে উড়ে আসে প্লাস্টিকের প্যাকেট-বন্দি প্রস্রাব। জানালায় লেগে সেই প্যাকেট ফেটে যায়। আর মুহূর্তেই ওই তরল ছিটকে লাগে আমার চোখে-মুখে, গায়ে। নোংরা হযে যায় পোশাকও। মুহূর্তেই জানালা লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। তবে সরে যাওয়ায় অল্পের জন্য বেঁচে গেছি। না হলে যে কী হতো, ভাবতে পারছি না।’

ফেসবুকে সেই ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। এ ঘটনায় হতভম্ব অদিতি দে। তিনি আরও বলেন, ‘এত দিন অন্যের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনতাম। কিন্তু এবার নিজেই তার শিকার হলাম। ঝড়ের গতিতে কী যে হলো বুঝতেই পারলাম না। ওই প্লাস্টিকে যদি অ্যাসিড থাকত, তা হলে যে কী হতো? কে দায় নিত তার? এটা ভেবেই শিউরে উঠছি।’