Home > জাতীয় > সব লেখককে বের করে দেব: বইমেলায় পুলিশ কর্মকর্তা

সব লেখককে বের করে দেব: বইমেলায় পুলিশ কর্মকর্তা

ঐতিহাসিক বইমেলার লিটলম্যাগ চত্বরে হেনস্তার শিকার হয়েছেন প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। শফিউল নামে এক পুলিশ কর্মকর্তা তাকে হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত থেকে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, লিটলম্যাগ চত্বরে ধূমপানের প্রস্তুতির সময় চারু পিন্টুকে কলার ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তা শফিউল। এ সময় লেখক-প্রকাশক-শিল্পীদের গালাগালিও করেন এ পুলিশ কর্মকর্তা। তার সঙ্গে রাসেলসহ আরও দু-একজন পুলিশ কনস্টেবল ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারু পিন্টুকে কেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছেন জানতে চাইলে যারা একথা জানতে চান তাদের সঙ্গেও হুমকি দিয়ে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। বাংলা একাডেমির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ক্ষমা চাইলেও ক্ষমা চায়নি পুলিশ। বরং দেখিয়েছে উদ্ধত আচরণ। এ সময় সেখানে থাকা একজন বলেন, ‘তার (শফিউল) আচরণে সবাই যখন ক্ষুব্ধ তখনও ওই পুলিশ বলেছেন, সব শালাকে ধরে নিয়ে যাব। সব লেখককে ধরে নিয়ে যাব। ঠ্যাঙ ভেঙে দেব।’ বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা আইয়ুব মো. খান গণমাধ্যমকে বলেন, ‘এত বড় একটা মেলা। লাখ লাখ মানুষের আনাগোনা যেখানে, একটু টুকটাক ঘটনা তো ঘটতেই পারে। পরবর্তীতে ঘটনার সমাধান হয়েছে। দুই পক্ষকে ডেকে আমরা বসব।’ ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই গণমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। লেখকদের সঙ্গে পুলিশের আচরণ কেমন হবে তা নিয়েও উঠেছে প্রশ্ন।