Home > অন্যান্য > ভাইরাল হওয়া ছবিটির আসল সত্য জানা গেলো

ভাইরাল হওয়া ছবিটির আসল সত্য জানা গেলো

ভারতে এনআরসি, সিএএ নিয়ে বিতর্ক চলাকালীন সময়ে ভাইরাল হয় এই ছবিটি। ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়, ভারতের কোনও ডিটেনশন ক্যাম্পে এই ভাবেই চলছে শি’শুকে স্তনপান করানোর চেষ্টা।

ফেসবুকে কমেন্ট পরে এই নিয়ে একজন লেখেন, স্বামী ও স্ত্রী’ দুজনেই বাংলাদেশি, স্ত্রী’ মু’সলিম তাই এনআরসির কারণে ডিটেনশন ক্যাম্পে দিন কা’টাচ্ছে। আর স্বামী হিন্দু, তাই সিএএতে ছাড় পেয়েছে। কিন্তু সময় মতো ক্যাম্পের বাইরে থেকেই সন্তানকে স্তনপান করাচ্ছেন মা-বাবা।

কিন্তু পরে দেখা যায়, এটা আদৌ সাম্প্রতিক কোনও ছবি নয়। ছবিটি সাত বছর আগে ২০১৩ সালের ১১ মা’র্চ আর্জেন্টিনায় তোলা। আর্জেন্টিনায় বস্তি এলাকায় অ’বৈধ ভাবে বসবাসকারীদের পু’লিস এই ভাবে আলাদা করেছিল। এটা তারই একটি ছবি।