Home > অন্যান্য > ব্রেকিং নিউজঃ বেনাপোলে ভারত থেকে আসা কুমিল্লার বাসিন্দার শরীরে করোনা রোগ সনাক্ত!

ব্রেকিং নিউজঃ বেনাপোলে ভারত থেকে আসা কুমিল্লার বাসিন্দার শরীরে করোনা রোগ সনাক্ত!

ভারত থেকে আসা বন্ধন এক্সপ্রেস থেকে একজন করোনা ভাইরাসের রোগী সনাক্ত করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা রেলের নিয়মিত দায়িত্ব পালনকালে একজন বিশ্বস্ত সূত্রে গোপন সংবাদ পায় এবং রোগীকে সনাক্ত করে। তাৎক্ষণিক এসি উত্তম চাকমা ও আকরাম হোসেন বিষয়টি যশোর সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্হ্য অফিসকে জানায় এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোরও নজরে আনে!

সনাক্তকৃত রোগীর নাম জহিরুল ইসলাম! পিতা জয়নাল আবেদীন! বাড়ি মেঘনা, কুমিল্লা!

তিনি চীন থেকে ভারতে আসেন! ভারতীয়রা বিষয়টি সম্ভবত বুঝতে পেরে তাকে টিকিট ছাড়াই ট্রেনে তুলে দেন। তিনিও আত্মগোপন করেছিলেন। কাস্টমস টীম চিকিত্সকদের আসা নিশ্চিত করে। বর্তমানে তিনি সিভিল সার্জন টীমের হেফাজতে আছেন।

গত ২৯ জানুয়ারি বেনাপোল কাস্টম হাউস এ অঞ্চলে প্রথম করোনা ভাইরাস সচেতনতা সভা করে। উপজেলা স্বাস্হ্য দপ্তর প্রধান ও সিভিল সার্জন সহায়তা দেন। যে কেউ এমন রোগী দেখলে যথাযথ চিকিৎসক টিম কে জানান, উপযুক্ত চিকিৎসায় রোগী সুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে এই মহামারী থেকে হেফাজত করুন।