Home > অন্যান্য > যেভাবে ‘ধর্ষণ’ রুখে দিল করোনাভাইরাস!

যেভাবে ‘ধর্ষণ’ রুখে দিল করোনাভাইরাস!

করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় ঘরে বসে কাজের অভ্যাস করছে চীনারা। করোনা ভাইরাসের এই সময়ে ঘর থেকে কাজ করাটা তাদের জন্য কোনো বাড়তি সুবিধা নয় বরং প্রয়োজন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে গেছে। জানা গেছে, গত সোমবার করোনাভাইরাস একদিনেই মারা গেছেন ৬৪ জন। সে হিসাবে প্রতি ২৩ মিনিটে একজন করে মানুষের মৃত্যু হয়েছে।

এমন পরিস্থিতিতে চীনের এক নারী ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করেছেন ধর্ষককে করোনাভাইরাসের ভয় দেখিয়ে। গত শুক্রবার করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানের নিকটবর্তী জিংশান শহরের কাছে এই ঘটনা ঘটে। চীনা ওই নারীর নাম ইয়ি। যে যুবক তাকে ধর্ষণে করতে চেয়েছিল তার নাম জিয়াও।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে জানাল ভেঙে জিয়াও নামের এক যুবক ইয়ি’র ঘরে ঢুকে পড়ে। ইয়ি যখন বুঝতে পারেন যে জিয়াও তাকে ধর্ষণ করতে পারে, তখন তিনি তার সামনে কাশি দিতে শুরু করেন। ইয়ি চিৎকার করে আরও বলেন যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত, তার বাড়ি উহানে এবং ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকছেন। এরপর জিয়াও ভয় পেয়ে তার কাছে আর আসেনি, তবে বাসা থেকে পালিয়ে যাওয়ার আগে ইয়ির কিছু টাকা নিয়ে যায়।