Home > অন্যান্য > চাকরি > অষ্টম শ্রেণি পাসে সরকারি চাকরির সুযোগ

অষ্টম শ্রেণি পাসে সরকারি চাকরির সুযোগ

অষ্টম শ্রেণি পাসেই সরকারি চাকরি দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অধিদপ্তরের শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ‘গাড়িচালক’ পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম: গাড়িচালক।

পদসংখ্যা: মোট ২৬ জন ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

গাড়িচালক পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস হতে হবে। প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার দক্ষতা থাকতে হবে । অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন-ভাতা: বেতন ৯৭০০-২৩৪৯০/- টাকা (গ্রেড ১৫)।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা (http://dnc.teletalk.com.bd)।

আবেদনের শেষ তারিখ:

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১৬ অক্টোবর, ২০১৯ বিকেল ৫টায়।

সূত্র : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট।