জুয়েলারি নিয়ে নানা মানুষের রয়েছে নানা আগ্রহ। কেউ পছন্দ করেন দামি গহনা, আবার কেউ সুদর্শন। সৌখিন ও বিত্তশালী দু’টির মিলন চায়। দামেও হতে হবে বেশি, দেখতেও হতে হবে সুন্দর।
গ্রাহকের এসব চাহিদা মাথায় রেখে নানা গহনা তৈরি করে উৎপাদকরা। আকর্ষণীয় করে তুলতে অনেক সময় কাড়ি কাড়ি টাকা মূল্যের হিরে-জহরত ব্যবহার করা হয় গহনায়।
তবে একটি আংকির মূল্য যদি হয় ৪১ কোটি টাকারও বেশি, তাহলে অবাক হতেই হয়। এমন একট আংটি তৈরি করেছে ভারতের এক গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
আংটিটির মূল ৪ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার। দুবাই দিরহামে যা ১৭ দশমিক ৯৮ মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় এর দাম বর্তমান ডলার মূল্যে ৪১ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
দুবাইয়ে আসন্ন সারজাহ জুয়েলারি শো’তে এই আংটিটি প্রদর্শণ করা হবে বলে সোমবার (৩০ সেপ্টেম্বর) খবর দিয়েছে গাল্ফ নিউজ।
গাল্ফ নিউজের খবরে বলা হয়েছে, আগামী বুধবার থেকে সারজাহ জুয়েলারি মিডইস্ট শো শুরু হবে। শো চলবে পাঁচ দিন। যে কেউ শোতে গিয়ে আংটিটি দেখতে পারবেন।
আংটিটিতে ১৮কে সাদা ও গোলাপি স্বর্ণ ব্যবহার করা হয়েছে। এর চার পাশ দিয়ে ৭ হাজার ৭৭৭টি হিরা ব্যবহার করা হয়েছে।
ভারতের লক্ষ্মীকা জুয়েলার্সের পক্ষ থেকে এই আংটিটির নকশা করেছেন এর মালিক ভান্ডারি। এই আংটির ওজন ৭০ দশমিক ৪২ গ্রাম।