Home > অন্যান্য > বাংলাদেশের পক্ষে দাঁড়ানোয় বন্ধুরাষ্ট্র বানিয়ে গাম্বিয়া সফরে এরদোয়ান

বাংলাদেশের পক্ষে দাঁড়ানোয় বন্ধুরাষ্ট্র বানিয়ে গাম্বিয়া সফরে এরদোয়ান

রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে গোটা বিশ্ব ব্যাপক প্রশংসা কুড়িয়েছে আফ্রিকার মুসলিম দেশ গাম্বিয়া। আফ্রিকার তিন দেশ সফরের অংশ হিসেবে গতকাল সোমবার দেশটি সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান।

বিশ্বব্যাপী নির্যা’তিত মুসলমানদের পক্ষে জোরালো অবস্থান নেয়া এরদোয়ান এ সফরে গাম্বিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এতে সন্ত্রা’সবাদের বিরুদ্ধে চলমান ল’ড়াই, লিবিয়ার গৃহযু’দ্ধ, ভূমধ্যসাগরীয় অঞ্চলের উত্তে’জনা ও রোহিঙ্গা সং’ক’ট নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

 

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা বরোর সঙ্গে এরদোয়ানের প্রতিটি বৈঠকে সন্ত্রা’সবাদ দ’মনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ২০১৬ সালে এরদোয়ান-বিরো’ধী গুলেনপন্থীদের সেনা অভ্যু’ত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার সময় তার পাশে দাঁড়িয়েছিল গাম্বিয়া। এরপর গুলেন নেটওয়ার্কের পরিচালিত স্কুলগুলো ব’ন্ধ করে দেয় দেশটি। এ বিষয়ে সহযোগিতা আরো বাড়তে পারে এ বৈঠকে।