Home > অন্যান্য > চাকরি > বেকারদের জন্য সুখবর, বিশ হাজার টাকা বেতনে জেলা প্রশাসনে চাকরি

বেকারদের জন্য সুখবর, বিশ হাজার টাকা বেতনে জেলা প্রশাসনে চাকরি

বাংলাদেশে দিনদিন বেকার সংখ্যা বেড়েই চলছে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বেকারত্বের হার বাংলাদেশেই বেশি। ২০১০ সালের পর থেকে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও ভুটান এ হার কমিয়ে এনেছে। ভারতে স্থিতিশীল থাকলেও বেড়েছে বাংলাদেশ।

এবার বেকারদের জন্য সুখবর হচ্ছে, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বরিশাল জেলা প্রশাসক ‘অফিস সহায়ক’ পদে মোট ২৬ জনকে নিয়োগ দেবেন। বরিশাল জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

অফিস সহায়ক

পদসংখ্যা

মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি/ সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন-ভাতা

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ৮,২৫০-২০,০১০/- টাকা (গ্রেড)

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফরমে নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে www.mopa.gov.bd ঠিকানায়।

ঠিকানা : জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল