Home > অন্যান্য > ২য় বর্ষের এক ছাত্রীকে নিয়ে ১ম বর্ষের দুই ছাত্রের প্রেমঘটিত বিরোধে সংঘর্ষ, আহত ৩, আটক ১৩

২য় বর্ষের এক ছাত্রীকে নিয়ে ১ম বর্ষের দুই ছাত্রের প্রেমঘটিত বিরোধে সংঘর্ষ, আহত ৩, আটক ১৩

প্রে’মঘটিত বিরোধের জেরে সাতক্ষীরার আশাশুনিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্য সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। সং’ঘর্ষে কমপক্ষে তিন জন আ’হত হয়েছেন। ওই ঘটনায় বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুসহ ১৩ জনকে আ’ট’ক করেছে পু’লিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে আশাশুনির বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

আ’হতরা হলেন, কলেজিয়েট স্কুলের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র লিখন, ব্যবসায়ী লতিফ সানা ও যুবলীগ নেতা টিটু।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরদল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছা’ত্রীর সাথে প্রে’ম ঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে একই স্কুলের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র লিখন ও মুরাদ। এরই জের ধরে মুরাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুসহ তার বাহিনীর সদস্যদের মোবাইল ফোনে ডেকে আনে । এ সময় কথাকা’টাকাটির এক পর্যায়ে উভ’য় পক্ষের মধ্যে সং’ঘর্ষ বেঁধে যায়। এরপর পু’লিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশাশুনি থা’নার ভারপ্রাপ্ত কর্মক’র্তা আব্দুস সালাম বলেন, ‘সং’ঘর্ষের ঘটনায় বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুসহ ১৩ জনকে আ’ট’ক করা হয়েছে। এ ঘটনায় মা’মলার প্রস্তুতি চলছে।