Home > জাতীয় > মধ্যরাতে মেঘনায় বড় দুই লঞ্চের মধ্যে সংঘর্ষে বহু হতাহত

মধ্যরাতে মেঘনায় বড় দুই লঞ্চের মধ্যে সংঘর্ষে বহু হতাহত

ঘন কুয়াশার কারনে মেঘনায় বড়সর লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশংকা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মা-ছেলে নিহত হয়েছে বলে লঞ্চে থাকা যাত্রীরা নিশ্চিত করেছে। রোববার দিবাগত রা‌ত দেড়টার দি‌কে ঢাকা ব‌রিশাল নৌরু‌টের মা‌ঝেরচর এলাকায় ঘন কুয়াশার কার‌ণে এই দুর্ঘটনা ঘটেছে। ‌জানা গে‌ছে, কীর্তনখোলা-১০ লঞ্চ‌টি ব‌রিশাল নদী বন্দর থে‌কে রা‌তে ঢাকার উদ্দেশ্যে এবং ভান্ডা‌রিয়ার হুলারহাট থে‌কে ফারহান-৯ লঞ্চ‌টিও ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ফারহান লঞ্চ‌টির কো‌নো রাডার না থাকায় কুয়াশার ম‌ধ্যে কীর্তনখোলারর মাঝ বরাবর স‌জো‌রে ধাক্কা দি‌লে সেটির বেশ ক্ষয়ক্ষ‌তি হয়েছে। এ ঘটনায় আরো ১০ জনের মত আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে বরিশাল নৌ-পুলিশ ও নদী বন্দর কর্তৃপক্ষ কিছু জানাতে না পারলেও চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, ঘটনাটি জানার পর আমার মোবাইলে লঞ্চের স্টাফদের সঙ্গে যোগাযোগ করেছি। দুর্ঘটনাটি ঠিক কোন জায়গায় হয়েছে সেটি এখনও নিশ্চিত নই, কখনো তারা বলছে চাঁদপুরের মধ্যে আবার কখনো বরিশালের মেহেন্দিগঞ্জের কথা। তবে এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি ২ জন নিহত হওয়ার খবর মোবাইলে তাদের কাছ থেকে জেনেছি। যদিও এ বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নই। কারণ লঞ্চটি এখনো চাঁদপুর এসে পৌঁছায়নি।