সম্প্রতি মা হয়েছেন বলি-অভিনেত্রী অ্যামি জ্যাকসন। তিনি বরাবরই আর পাঁচজনের থেকে আলাদা, বরাবরই স্বতন্ত্র! তিনি বিয়ের আগেই সন্তান জন্ম দিয়েছেন ভালবেসে। সোশ্যাল মিডিয়ায় পুত্র সন্তানকে স্তন্যপানের ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। এবার সেই ছোট্ট ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন।
জানা যাচ্ছে, অ্যানড্রেসের জন্মের পর এবার বিয়ের পিঁড়িতে বসবেন বলিউড অভিনেত্রী। ২০২০ সালে ইতালিতে বন্ধু জর্জের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন অ্যামি। চলতি বছরই তাদের বিয়ের কথা থাকলেও অ্যামি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাদের বিয়ের তারিখ পিছিয়ে যায়।
দক্ষিণী ছবির পাশাপাশি হিন্দি ছবির হিট নায়িকা অ্যামি জ্যাকসন। সন্তানসম্ভবা থাকাকালীন বহু ছবি পোস্ট করেছে নায়িকা। বেবি বাম্পের ছবি ছিলো ভাইরাল ৷ মাতৃত্বের যাত্রাপথ কেমন? প্রথম থেকেই ভক্তদের সামনে সেই সব মুহূর্তের একের পর এক ছবি শেয়ার করেন অ্যামি জ্যাকসন।
এখন তিনি মা। কাজেই, ছবি থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন… সবটা সময় শুধুই সন্তান ও পরিবারের জন্যই।