Home > অন্যান্য > মেয়ের কবরের পাশে বসে এক মাস ধরে কাঁদছেন বাবা

মেয়ের কবরের পাশে বসে এক মাস ধরে কাঁদছেন বাবা

মে’য়ের কবরের পাশে বসে এক মাস ধরে কাঁদছেন বাবা। ঘটনাটি ভোলার বোরহানউদ্দিন উপজে’লার পক্ষিয়া ইউপির সবাইকে নাড়া দিলেও পু’লিশ দিতে পারছে না এর কোনো সমাধান।ভোলা বোরহানউদ্দিন উপজে’লায় পক্ষিয়া ইউপিতে এক মাস আগে তিন সন্তানের জননী বিবি ম’রিয়মের মৃ’ত্যুর ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ভোলা আ’দালতে একটি হ’ত্যা মা’মলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রে’ফতার করতে পারেনি পু’লিশ।মে’য়েকে পি’টিয়ে জামাই হ’ত্যা করেছে বলে অ’ভিযোগ করেন মে’য়ের বাবা। তিনি দাবি করছেন তিনি জীবিত থাকা অবস্থায় মে’য়ের হ’ত্যাকারীর বিচার যেন দেখে যেতে পারেন।এদিকে এলাকার একটি প্রভাবশালী মহল মোটা অংকের অর্থের বিনিময় এ হ’ত্যার ঘটনাটি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে অ’ভিযোগ উঠেছে।

মে’য়ের বাবা পক্ষিয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাদশা মিয়া অ’ভিযোগ করে বলেন, প্রায় ১৬-১৭ বছর আগে একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর ওরফে ঠান্ডি’র সঙ্গে আমা’র মে’য়ে বিবি ম’রিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই আমা’র মে’য়েকে মা’রধর করতো মে’য়ের জামাই। সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব ক’ষ্ট সহ্য করে। গত ২৮ নভেম্বর সকালে আমা’র মে’য়েকে বেদম মা’রধর করে জামাই জাহাঙ্গীর। এরপর ওই দিন রাতে আমা’র মে’য়েকে পরিক’ল্পিতভাবে পি’টিয়ে মে’রে পাশ্ববর্তী ইউসুফ এর ঘরের পাশে ফেলে রেখে ওই রাতেই পালিয়ে যায় মে’য়ের জামাই জাহাঙ্গীর। আমা’র একটি মাত্র মে’য়েকে ও পি’টিয়ে মে’রে ফেলেছে। আমি ওর ফাঁ’সি চাই।

এলাকাবাসী জানান, মে’য়েটিকে হারিয়ে বৃদ্ধ বাবা বাদশা মিয়া প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একমাত্র মে’য়েটির কবরের পাশে বসে থাকে। মে’য়েটিকে হারিয়ে বৃদ্ধ বাবা দিশেহারা। তার একটাই চাওয়া জীবিত অবস্থায় তার মে’য়ের হ’ত্যারকারীর বিচার যেন দেখে যেতে পারেননি’হতের মে’য়ে জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৯ম শ্রেণির ছা’ত্রী সেলিনা আক্তার বলেন, মাকে বাবা ওই দিন সকালে একটি লাথি মে’রেছে। আর কিছু করেনি। ওই দিন রাতে মায়ের সঙ্গে আম’রা দুই বোন ঘুমিয়ে গেছি। আর কিছু বলতে পারি না। গভীর রাতে পাশের বাড়িতে মায়ের লা’শের কথা শুনে আম’রা কা’ন্নায় ভেঙে পড়ি।বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক বলেন, ভোলা আ’দালতে মা’মলা হয়েছে। আম’রা বিষয়টি খুব গভীরভাবে ত’দন্ত করছি। ময়নাত’দন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।