রাজধানী ঢাকাসহ সারাদেশে জেঁকে বসেছে শীতের তীব্রতা। প্রচণ্ড শীত, শৈত্যপ্রবাহ ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগ বেড়েছে দুঃস্থ ও নিম্নবিত্ত মানুষের। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বৃষ্টি হবে। শুক্রবারও দেশের অনেক জায়গায় দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার (২৮ ডিসেম্বর) সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে। আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, এই বৃষ্টির কারণে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আগামী তিনদিন তাপমাত্রা এই হারে কমতে থাকবে।
আবহওয়া অফিস বলছে, রাজধানীতে বাতাসের কারণে ঠাণ্ডা বেশি। দেশের অনেক জায়গায় বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি। মেঘ ও কুয়াশার জন্য তাপমাত্রা বেশি ছিল। এ মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও কমবে। ফলে ঢাকাসহ আরও কিছু জেলার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।