Home > শিক্ষা > হলে গাঁজা খাওয়ায় দুই ছাত্রীর সিট বাতিল

হলে গাঁজা খাওয়ায় দুই ছাত্রীর সিট বাতিল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গাঁজা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আবাসিক ছাত্রীর সিট বাতিল করা হয়েছে। একই কারণে ও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে হলে অবস্থান করায় এক ছাত্রীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত চিঠি টাঙানো হয়। এর আগে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ওই তিন ছাত্রীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় হল প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে আবাসিক ছাত্রী হলের প্রভোস্ট বলেন, গত ১৫ নভেম্বর হলের তিনজন আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তিন ছাত্রীকে গাঁজা সেবনকালে আটক করা হয়। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তকালে ওই ছাত্রীদের বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

এরপর কমিটির সুপারিশের আলোকে গত ২৭ নভেম্বর জরুরি বৈঠক করে জড়িত তিন ছাত্রীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয় হল প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী হলে অবস্থানকারী দুই ছাত্রীর সিট স্থায়ীভাবে বাতিল করা হয়। পাশাপাশি এক ছাত্রীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।