Home > অর্থনীতি > রোজা উপলক্ষে আজ থেকে ৫০-১০০ টাকায় ছোলা-খেজুর বিক্রি করবে টিসিবি

রোজা উপলক্ষে আজ থেকে ৫০-১০০ টাকায় ছোলা-খেজুর বিক্রি করবে টিসিবি

আসন্ন রোজায় প্রতি কেজি ১০০ টাকায় খেজুর পাবেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ঢাকা শহর অঞ্চলের কার্ডধারীরা। এ ছাড়া সারাদেশে নির্ধারিত এক কোটি কার্ডধারী ৫০ টাকা কেজিতে ছোলা কিনতে পারবেন। পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম আজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ৯ মার্চ থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষদের জন্য পণ্য বিপণন শুরু হবে। ঢাকার তেজগাঁওয়ের তিব্বত মোড়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোজা উপলক্ষে সরকারি এই বিপণন সংস্থার বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন সকাল সাড়ে ১০টায়। এতে আরও বলা হয়, আসন্ন রোজা উপলক্ষে দেশব্যাপী টিসিবির এক কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারী গ্রাহকের মধ্যে দুই পর্বে পণ্য বিপণন করবে টিসিবি।

জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম দুই পর্বে করা হবে। এই লক্ষ্যে প্রথম পর্বের কার্যক্রম বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে শুরু হবে।

এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রথম পর্বে পণ্য সামগ্রী কিনতে পারবেন।

ভোক্তারা সর্বোচ্চ এক কেজি চিনি ৬০ টাকা দরে কিনতে পারবেন। মসুর ডাল ৭০ টাকা দরে দুই কেজি, সয়াবিন তেল লিটার ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার, ছোলা ৫০ টাকা দরে এক কে