গত বছর পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে আটক ভারতীয় এক যুবকের শরীয়তপুর জেলা কারাগারে মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে ওই ব্যক্তি মারা যান বলে নিশ্চিত করেছেন জেল সুপারের দায়িত্বে থাকা আব্দুর রহিম।
৪০ বছর বয়সী সতেন্দ্র কুমার শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি দিল্লির সাথুরা জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে। ২০২২ সালের ৮ অক্টোবর পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহভাজন গতিবিধির কারণে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাাগরে পাঠায় পদ্মা দক্ষিণ থানা পুলিশ। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই দিনই মামলা করা হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুমন কুমার পোদ্দার জানান, শ্বাসকষ্ট রোগে ভুগতে থাকা এক ভারতীয়কে বুধবার দুপুরে শরীয়তপুর জেলা কারাগার থেকে সদর হাসপাতালে আনা হয়। উচ্চ রক্তচাপ থাকায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে পৌনে ১টার দিকে তার মৃ্ত্যু হয়।
শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপারের দায়িত্বে থাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম জানান, তার মৃত্যুর বিষয়টি কারা অধিদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ভারতীয় হাইকমিশনকে জানিয়েছে। তিনি জানান, ভারতীয় হাইকমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আগ পর্যন্ত মরদেহ হিমাগারে সংরক্ষণ করে রাখা হবে।