Home > শিক্ষা > এইচএসসি পরীক্ষা দিতে আসেনি ২০ হাজার শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষা দিতে আসেনি ২০ হাজার শিক্ষার্থী

সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধিনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৬ নভেম্বর) ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। এতে অংশ নেয়নি ২০ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী। এ ছাড়া অসাধু পন্থা অবলম্বন করায় ২১ জনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানা গেছে।

নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুযায়ী, অনুপস্থিত ২০ হাজার ৩৫৪ পরীক্ষার্থীর মধ্যে নয়টি শিক্ষা বোর্ডে ১৫ হাজার ২৫৫ জন ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুপস্থিত ছিল ৫ হাজার ৯৯ জন। এ ছাড়া যে ২১ জনকে বহিষ্কার করা হয়েছে, তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৬ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডের ৯ জন।

এ বছর সারা দেশে ৯ হাজার ১৮১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ৯৪ হাজার ৭৬৩ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ২২ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী রয়েছেন।