Home > শিক্ষা > বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ
বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ

বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ

কানাডা, ইউকে, ইউএসএ ও মালয়েশিয়ার নামকরা সব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘মাল্টি-ডেস্টিনেশন এপ্লিকেশন ডে’।

আগামী বুধবার (১৪ই সেপ্টেম্বর) পিএফইসি গ্লোবালের ধানমণ্ডি অফিসে (সীমা ব্লসম টাওয়ার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই আয়োজন।

ইভেন্টে শীর্ষ শতাধিক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ইনটেকের জন্য তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবেন।

পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা ৬০% পর্যন্ত স্কলারশিপ এবং আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ পাবেন।

ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আইইএলটিএস (IELTS) এবং পিটিই (PTE) কোর্সে ২৫% ছাড় এবং স্পট অ্যাপ্লিকেশনে থাকছে গিফট হিসেবে ব্লুটুথ এয়ারপড।