Home > আইটি > যাত্রীসহ বগি ফেলে ছেড়ে গেল ট্রেন

যাত্রীসহ বগি ফেলে ছেড়ে গেল ট্রেন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীবোঝাই একটি বগি রেখেই ছেড়ে গেছে ট্রেন।

 

 

 

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস নামে ট্রেনটি সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন ছাড়ে।

 

 

 

জানা গেছে, ট্রেনটির ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি থাকায় সেটি মূল ট্রেনের শেষে রাখা হয়। ফলে অনেক যাত্রী বগি বাতিলের তথ্য না জেনেই সেখানে উঠে পড়ে। ওই বগির জন্য ১০৫ জন টিকিট কেটেছিলেন। ‌

 

 

 

কর্তৃপক্ষ বলছে, বগি বাতিলের বিষয়টি সকালেই জানিয়ে দেওয়া হয়। যারা বিষয়টি আগে থেকেই জেনেছেন, তাদের অনেকেই অন্য বগিতে উঠেছেন।