Home > শিক্ষা > নিউমার্কেট-ঢাকা কলেজের ঘটনায় সমঝোতা বৈঠক হয়নি

নিউমার্কেট-ঢাকা কলেজের ঘটনায় সমঝোতা বৈঠক হয়নি

নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক বাতিল করা হয়েছে। দ্বন্দ্ব সমাধানের উদ্দেশে বৈঠক হওয়ার কথা ছিল আজ।

 

 

 

বুধবার (২০ এপ্রিল) রাতে নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. আবদুল কুদ্দুস সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

 

দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে আমাদের সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকটি অনাকাঙ্ক্ষিতভাবে আজ হচ্ছে না। আগামীকাল হবে।’

 

 

 

আমরা শুনেছি আপনারা গোপন বৈঠক করেছেন–এমন প্রশ্নের জবাবে শাহীন বলেন, ‘আমরা কোনো গোপন বৈঠক করিনি। তবে গতকাল শিক্ষকদের সঙ্গে এ বিষয়ে আমাদের কথা হয়েছিল। আজ সমঝোতা বৈঠক হওয়ার কথা থাকলেও বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না।’

 

 

 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার বলেন, ‘রাত ৯টার পর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল। এর আগে সাধারণ ছাত্ররা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চেয়েছিল। তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেনি এবং আমাদের বৈঠকটিও হয়নি।’