Home > আইটি > বিদায় নিচ্ছে ‘ক্লাসিক ফেইসবুক’

বিদায় নিচ্ছে ‘ক্লাসিক ফেইসবুক’

ফেইসবুকের নতুন ডিজাইনই হবে ডেক্সটপ ব্যবহারকারীদের একমাত্র অপশন। কারণ আগামী মাসেই ‘ক্লাসিক ফেইসবুক’ বিদায় নেবে। এর পরিবর্তে একমাত্র ডিজাইন হিসেবে থাকবে ‘নিউ ফেইসবুক’।

আপাতত ‘নিউ ফেইসবুক’ ও ‘ক্লাসিক ফেইসবুক’ এর মধ্যে যে কোনো একটি ডিজাইন বেছে নেওয়ার সুযোগ আছে। সেপ্টেম্বর থেকে এই অপশন বন্ধ হয়ে যাবে। সম্প্রতি ফেইসবুকের সাপোর্ট পেইজে বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, আমরা www.facebook.com এর ডিজাইন পরিবর্তন করেছি। সাময়িকভাবে ব্যবহারকারীরা ক্লাসিক ফেইসবুক ডিজাইনটি বেছে নিতে পারছেন। সেপ্টেম্বর থেকে সবাইকে নতুন ডিজাইন ব্যবহার করতে হবে।

গত মে মাসে নিউ ফেইসবুক ডিজাইনের আপডেট পাঠানো শুরু করে ফেইসবুক। তাদের ভাষ্য, নতুন ডিজাইনের ফেইসবুক দ্রুত লোড হয়। ডার্ক মোড অপশন থাকায় কম আলোতে ব্রাইটনেস কমিয়ে ভিডিও দেখা যায়। ফলে চোখের উপর কম চাপ পড়ে।