Home > বিশেষ সংবাদ > স্বাস্থ্যের ওএসডি করা সেই পরিচালককে পদায়ন

স্বাস্থ্যের ওএসডি করা সেই পরিচালককে পদায়ন

ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে রিজেন্ট কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আমিনুল হাসানকে। গতকাল রোববার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা প্রজ্ঞাপনে আগামী তিন দিনের মধ্যে আমিনুল হাসানকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এর আগে গত ২১ জুলাই তাকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, স্বাস্থ্যমন্ত্রীই আমিনুল হাসানকে পদায়নের নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্যের সাবেক পরিচালক আমিনুল হাসান লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালকে করোনাভাইরাস চিকিৎসার অনুমোদন দিয়েছিলেন। হাসপাতালের জনবল ও অবকাঠামো ঠিকঠাক আছে জানিয়ে প্রতিবেদন দেওয়ারও অভিযোগ তোলা হয়েছিল তার বিরুদ্ধে।

রিজেন্ট কেলেঙ্কারির পর স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার কর্মকাণ্ড নিয়েও নানা সমালোচনা চলছে। এর আগে বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ পদত্যাগ করেন।