Home > আইটি > স্যামসাংকে ৯৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিলো অ্যাপল

স্যামসাংকে ৯৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিলো অ্যাপল

অর্ডার করা ওএলইডি ডিসপ্লে কম পরিমাণে কেনায় স্যামসাংকে ৯৫ কোটি ডলার ক্ষতি পূরণ দিয়েছে অ্যাপল।

অ্যাপল ডিভাইসের ওএলইডি প্যানেল বানানোর দায়িত্ব পেয়েছিল স্যামসাং। চলতি বছর আইফোনের বিক্রি কমে যাওয়ায় অর্ডার অনুযায়ী প্যানেল কেনেনি অ্যাপল। এ কারণে বছরের দ্বিতীয় প্রান্তিকে ক্ষতির মুখে পড়তে হয় স্যামসাংকে।

মহামারীতে এমনিই স্মার্টফোনের বিক্রি কমে গেছে। তার উপর আইফোন সব সময়ই ব্যয়বহুল। ফলে বিক্রি কমে যাওয়ায় অর্ডারকৃত ওএলইডি ডিসপ্লের সামান্যই কেনে অ্যাপল।

সম্প্রতি দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে স্যামসাং। প্রতিবেদনে দেখা যায়, প্রত্যাশার চেয়ে তাদের অপারেটিং প্রোফিট বেশি। ডিসপ্লে ডিভিশনের জন্য এককালীন ক্ষতিপূরণ পাওয়ার কথা সেখানে উল্লেখ ছিলো। তবে কোন কোম্পানির কাছ থেকে কতো টাকা ক্ষতিপূরণ পেয়েছে সে বিষয়ে কিছু জানায়নি স্যামসাং।

পরে ডিসপ্লে মার্কেট বিষয়ে গবেষণা ও পরামর্শ প্রদানের প্রতিষ্ঠান ডিসপ্লে সাপ্লাই চেইন কনসাল্টটেন্ট জানায়, অ্যাপলের কাছ থেকে প্রায় ৯৫ কোটি ডলারের ক্ষতিপূরণ পেয়েছে স্যামসাং।