আগামী শনিবার (১ আগস্ট) সারাদেশে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ছয়টি ঈদের নামাযের জামায়াত অনুষ্ঠিত হবে।
প্রথম জামায়াত হবে সকাল ৭টায়। পরবর্তীতে সকাল ৭.৫০ মি:, সকাল ৮. ৪৫ মি:, সকাল ৯. ৩৫ মি:, সকাল ১০. ৩০ মি:, এবং সকাল ১১. ১০ মি: এ আরও পাঁচটি জামায়াত অনুষ্ঠিত হবে।