Home > অন্যান্য > চাকরি > প্রধানমন্ত্রীর অনুদান পেলেন যেসব নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন যেসব নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষ-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত বরিশালের ৯৪৯ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে শারীরিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪২ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

জানা যায়, করোনা ভাইরাস পরিস্থিতিতে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০টি উপজেলার ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ৯৪৮ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে ৪২ লাখ ৪০ হাজার টাকার অনুদান দিয়েছেন। যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। আজ থেকে পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এ অর্থ।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (শিক্ষা) মো. নাজমূল হুদা প্রমুখ।